Tuesday, August 13

ঈদের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে ইভানকা

আন্তর্জাতিক ডেস্ক 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তবে এ বিষয়ে কোনো শুভেচ্ছা বা মন্তব্য না করে চুপ ছিলেন ট্রাম্প।

গেল রোববার পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যে ছিল ঈদ উল আজহা। এ উপলক্ষে ইভানকা একটি টুইট পোস্ট করে লেখেন, বিশ্বের সর্বত্র ঈদ উদযাপনকারী মুসলিমদের ঈদ মুবারাক! আপনাদের সুস্থতা, সুখ ও আনন্দ কামনা করছি!
এরপরই দেখা যায়, ইভানকার শুভেচ্ছা বার্তার জবাবে আসা প্রতিক্রিয়াগুলো বেশ আক্রনামত্বক। স্কুইরেলগার্ল নামের একটি অ্যাকাউন্ট থেকে তার টুইটের রিপ্লাইয়ে বলা হয়েছে- যেন তুমি মুসলিমদের নিয়ে কত চিন্তা করো।
হোয়েন রাইটইজরং নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে কথাটি ইভানকা মন থেকে বলেননি- আমার মনে হয় না এই টুইটটি সত্যিকারের কোনো জায়গা থেকে এসেছে। এমন ধরণের আরো অসংখ্য প্রতিবাদমূলক, ব্যঙ্গাত্মক কমেন্টে ভরে যায় ইভানকার ঈদ শুভেচ্ছার টুইট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়