কয়েক ঘণ্টার ব্যবধানে এবার যুক্তরাষ্ট্রের ওহাইও’র অরেগন জেলার ডেটনে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন ১৬
ওহাইও পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর: বিবিসি, নিউ ইয়র্ক টাইমস।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার দিকে ডেটনে একটি বারের বাইরে এক
হামলাকারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে ওই হামলাকারী পুলিশের গুলিতে
নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে শনিবার বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এল পাসোর
ওয়ালমার্ট সুপার সেন্টারে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ২৬ জন
আহত হয়েছেন।এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়