Monday, August 5

কানাইঘাটে ভূমির মালিকানা নিয়ে দু'পক্ষের উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামে অবস্থিত ২ একর জমির মালিকানা নিয়ে সোমবার হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের সাথে একই গ্রামের জমির উদ্দিন গংদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। 

হিন্দু পরিবারগুলোর দাবী উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের মৃত আখলু মিয়ার পুত্র জমির উদ্দিন ও মইন উদ্দিন গংদের জবর দখলে থাকা ২ একর ১৫ শতক ভূমি তাদের রামদি দেবতার আখড়ার সম্পত্তি।

অপর দিকে জমির উদ্দিন গংদের দাবী তারা লক্ষীপ্রসাদ কুকুবাড়ী গ্রামের রমেশ পাঠলীর কাছ থেকে খরিদা সূত্রে ভূমির মালিক।

জমির মালিকানা নিয়ে দু’পক্ষকে নিয়ে এলাকায় কয়েকবার বৈঠক বসলেও কোন সমাধান হয়নি। কিছুদিন পূর্বে জমির গংরা ভূমির একপাশে কাটাতারের বেড়া দিলে রামদি আখড়ার সেবায়ত ললিত দাস বৈষ্ণ ও হিন্দু পরিবারগুলো কাটা তারের বেড়া অপসারণ করেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে বিরোধপূর্ণ ভূমির উপর ১৪৪ ধারা জারী করা হয়। 

জানা যায় গত রবিবার(৪আগস্ট) বিকেলের দিকে বিরোধপূর্ণ ভূমির একাংশের উপর ছোট বাঁশের বেড়া দিয়ে টিন শেডের একটি মন্দির সেখানে নির্মাণ করেন আখড়ার লোকজন।

সোমবার ভোর ৫টার দিকে জমির উদ্দিন গংরা টিনের নির্মানকৃত ছোট মন্দির অপসারণ করতে গেলে হিন্দু পরিবারগুলো এতে বাধা প্রদান করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।


এঘটনার খবর পেয়ে সকার সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে যান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জেমসলিও ফারগুশন নানকা ও বিপুল সংখ্যক পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তারা উভয় পক্ষের লোকজন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

এ নিয়ে এলাকায় কোন ধরনের অশান্ত পরিবেশ সৃষ্টি না করার জন্য দু’পক্ষকে পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয় এবং বিরোধপূর্ণ ভূমির কাগজপত্র পর্যালোচনা করে মালিকানা সাব্যস্থ না হওয়া পর্যন্ত কোন পক্ষকে ভূমিতে অনধিকার প্রবেশে পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়। 


থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতিতে শান্ত রয়েছে। জমির মালিকানার কাগজপত্র নিয়ে দু’পক্ষকে নিয়ে আজ রাত সোমবার থানায় বৈঠক করবেন ওসি শামসুদ্দোহা পিপিএম স্যার। 

কানাইঘাট নিউজ ডটকম/৫আগস্ট ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়