Monday, August 19

উগান্ডায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ২০

পূর্ব আফ্রিকার উগান্ডায় একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় রুবুরিজি জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
তারা জানায়, জ্বালানি ট্যাংকারটি কেনিয়া থেকে কঙ্গোতে যাচ্ছিল। পথিমধ্যে উগান্ডার রুবুরিজি’তে এটিকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর এক গাড়ির সঙ্গে ধাক্কাখেলে এ দুর্ঘটনা ঘটে। 
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই গাড়ি ছাড়াও সংলগ্ন দোকানপাট ও একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়