আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ ডটকম
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার
স্থানীয় সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমানা থেকে খানিকটা
দূরে এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ২৬ জন আহত
হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এল প্যাসোর ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার এই
সংবাদ সংস্থাকে জানিয়েছে, তারা এখন পর্যন্ত অন্তত দশজনকে হাসপাতালে
নিয়েছেন। তাদের অবস্থা গুরুতর।
শপিংমলে বন্দুকধারীর হামলার ঘটনার তাৎক্ষণিক
প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে বলেছেন,
এল পাসোর ঘটনাটি অত্যন্ত দুঃখের। এতে অনেকের প্রাণহানি ঘটেছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়