শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চামড়া নিয়ে যে পরিস্থিতি গণমাধ্যমে দেখছি, আমরা দায়দায়িত্ব এড়াতে পারি না। এখানে সবার স্বার্থ রক্ষা করতে হবে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসেছি। আমরা একটি স্থায়ী সমাধানে আসতে চাই।
রোববার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের
সভাকক্ষে সরকার, ট্যানারি মালিক, আড়তদার ও কাঁচা চামড়া সংশ্লিষ্টদের
ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, চামড়া শিল্পনীতি হচ্ছে। এটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন
বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সবার সঙ্গে খোলামেলা আলাপের
মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা করি।
তিনি আরো বলেন, চামড়া শিল্প গার্মেন্টসের
পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। আমরা চাই ভবিষ্যতে চামড়া শিল্প যাতে প্রধান
একটি খাত হিসেবে থাকে। সেজন্য আমরা এই শিল্প নিয়ে অনেক কাজ করছি। বর্তমান
সমস্যা সমাধান এবং ভবিষ্যতে যেন এ ধরনের সমস্যার সম্মুখীন না হই সেজন্য
সবার পরামর্শ নেব।
সূত্র: ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়