Monday, August 26

মাঝ আকাশে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষ, নিহত ৭

স্পেনে মাঝ আকাশে হেলিকপ্টার ও ছোট প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ সাত জন নিহত হয়েছেন। মায়োর্কা দ্বীপে স্থানীয় সময় রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে দুই শিশুসহ মোট পাঁচ জন আরোহী ছিলেন। আর ছোট প্লেনটি ছিলেন দু’জন আরোহী।
স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনা ইনকা হাসপাতালের ওপর ঘটেছে। এরই মধ্যে উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
এদিকে এ দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়