নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা প্রশাসনে উদ্যোগে প্রশাসন পাড়া, হাসপাতাল ও পৌর এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন ঔষধ ছিটানো হয়েছে।
সোমবার সিলেট সিটি কর্পোরেশন থেকে নিয়ে আসা ফগার মেশিন দিয়ে এ ঔষধ ছিটানো হয়।
এ সময় বিভিন্ন ঝোপ ঝাড়, ড্রেইন, অফিসপাড়া ও বাসা-বাড়িতে ঔষধ ছিটানো হয়েছে।
এডিস মশা ও ডেঙ্গু থেকে জনগণকে সচেতন করার জন্য সোমবার দুপুর ১২ টায় মশক নিধন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুসি কান্ত হাজং, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কাউন্সিলর তাজ উদ্দিন, সাবেক ছাত্র নেতা শাহাব উদ্দিন প্রমুখ।
ভুমি কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন প্রশাসনের উদ্যেগে আজ মশক নিধন ঔষধ বিভিন্ন জায়গায় ছিটানো হয়েছে। পৌরসভা সহ অন্যান্য ইউনিয়নের জন প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠানের উদ্যেগে এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান তিনি।
কানাইঘাট নিউজ ডটকম/৫অাগস্ট ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়