তথ্যপ্রযুক্তি ডেস্ক::
দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই এবার ছাদে সৌর প্যানেলযুক্ত সোনাটা হাইব্রিড গাড়ির নতুন একটি সংস্করণ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, দিনে ছয় ঘন্টা এই সৌর ছাদ ব্যবহার করা হলে এটি গাড়ির ব্যাটারিকে ৬০ শতাংশ শক্তি যোগাবে। তা দিয়ে বছরে গাড়িটি ১৩০০ কিলোমিটার চলবে। খবর বিবিসি।
গাড়িটি প্রসঙ্গে হুন্দাই জানিয়েছে, হাইব্রিড
গাড়ির ছাদে সৌর প্যানেল বসানোয় জ্বালানি খরচ এবং কার্বন ডাইঅক্সাইড
নির্গমন কমবে। তাছাড়া এই গাড়িতে উন্নত ইঞ্জিন নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে,
এতে শক্তি কম খরচ হবে।
গাড়িটি বাজারে আসতে পারে ২০২১ সালে। উত্তর
আমেরিকা এবং কোরিয়ায় বাজারে বিক্রির পরিকল্পনা রয়েছে হুন্দাইয়ের। অন্য কোনো
দেশে গাড়িটি বিক্রি করবে না প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, লাইটইয়ার ওয়ান
গাড়ির দাম হবে এক লাখ ৪৯ হাজার ইউরো।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়