স্পোর্টস ডেস্ক
চোটের কারণে খেলতে পারলেন না নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। দলের সেরা তারকাকে ছাড়া চেনা ছন্দে দেখা গেল না বার্সেলোনাকে। লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে আথলেতিক বিলবাওয়ের কাছে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শুক্রবার রাতে বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হারে এরনেস্তো ভালভেরদের দল।
প্রথমার্ধে দুইবার ভাগ্যের ফেরে গোলবঞ্চিত
হয় বার্সেলোনা। ৩৩তম মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুলে ডি-বক্সের ভেতরে বল
পেয়ে যান লুইস সুয়ারেস। উরুগুয়ের এই ফরোয়ার্ডের কাছ থেকে নেয়া শট লাগে
পোস্টে।
৩৭তম মিনিটে ডান পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ
ছাড়েন সুয়ারেস। ৪৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ব্রাজিলের মিডফিল্ডার
রাফিনিয়ার নেয়া উঁচু কোনাকুনি শট ক্রসবারে লেগে ফিরে।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ালেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি টানা তৃতীয় লিগ শিরোপা জয়ের লক্ষ্যে থাকা বার্সেলোনা।
৮৯তম মিনিটে দর্শনীয় এক বাই-সাইকেল কিকে
ম্যাচের একমাত্র গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড আরিস আদুরিস। পুরো ম্যাচে
প্রতিপক্ষের গোলে দশটি শট নেওয়া বার্সেলোনা লক্ষ্যে রাখতে পারে কেবল একটি।
২০১৩ সালের পর এই প্রথম কাতালান দলটির বিপক্ষে লিগে জয় পেল বিলবাও।
শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় সেল্তা ভিগোর মাঠে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়