বিনোদন ডেস্ক
বিটাউনে ফের বিয়ের ধুম। সোনম, দীপিকা, প্রিয়াঙ্কাদের পর এবার লাইনে রয়েছেন বরুণ ধাওয়া, আদিত রায় কাপুরেরা।
২০১৮ সাল থেকে যেন মুম্বইয়ের এই সেলেব মহলে
বিয়ের মরসুম শুরু হয়েছে। এই মরসুম আপাতত ২০২০ সাল পর্যন্ত চলবে বলে মনে করা
হচ্ছে। বিটাউনে ২০২০ সালেই নাকি বিয়ে করতে চলেছেন আশিকী ২ এর নায়ক। সেই
রকমই গুঞ্জন শোনা যাছে মুম্বাই জুড়ে।
শোনা যাছে আগামী বছরই দীর্ঘ দিনের বান্ধবী তথা মডেল দিভা ধাওয়ানকে বিয়ে করতে চলেছে আদিত্য রায় কাপুর।
অনুশকা শর্মা থেকে শুরু করে দিপিকা-রনবীর,
সোনম কাপুর সবাই ২০১৮ এবং ২০১৯ সালে সেরে নিয়েছে বিয়ের পর্ব। তাহলে এই
আরেকটি হাই প্রোফাইল বিয়ে দেখতে দর্শককে এখনো ২০২০ সাল পর্যন্ত অপেক্ষা
করতেই হবে।
শোনা যাছে মিডিয়ার সামনে নিজেদের সম্পর্কের
কথা দুজনে কখনই স্বীকার না করলেও তাদের মধ্যে যে বেশ ভালোরকমই সম্পর্ক
রয়েছে তার আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিলো। এখন শুধু বিয়ে করার পালা।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়