বিনোদন ডেস্ক::
অস্কারজয়ী অ্যানিমেশন শিল্পী রিচার্ড উইলিয়ামস (৮৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ছিলেন একজন কানাডিয়ান-ব্রিটিশ অ্যানিমেটর।
শুক্রবার (১৬ আগস্ট) ইংল্যান্ডের ব্রিস্টলে
নিজ বাড়িতে তিনি মারা যান। রিচার্ডের মেয়ে নাতাশা সাটন উইলিয়ামস শনিবার (১৭
আগস্ট) তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
রিচার্ড উইলিয়ামসের প্রথম সিনেমা ছিল ‘দ্য
লিটল আইল্যান্ড’ (১৯৫৮)। তবে পরবর্তীতে চার্লস ডিকেন্সের কাহিনী থেকে ‘এ
ক্রিস্টমাস ক্যারোল’ (১৯৭১) অ্যানিমেটেড ছবি নির্মাণ করে প্রথম অস্কার লাভ
করেন।
তবে অ্যানিমেশন পরিচালক হিসেবে তার সেরা কাজ
হলো ‘হু ফ্রেমড রজার র্যাবিট’(১৯৮৮)। আর এটি নির্মান করেই তিনি খ্যাতি
চূড়ায় পৌঁছে যান। যেখানে প্রথমবার জীবন্ত মানুষ ও অ্যানিমেটেড চরিত্রকে
একসঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়