দীর্ঘ আট বছরেরও বেশি সময় পর বাংলাদেশ-ভারত পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে যোগ দিতে এরইমধ্যে ভারতের পানিসম্পদ সচিব উপেন্দ্র প্রাসাদ সিংয়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল বুধবার দুপুরে ঢাকায় পৌঁছেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পানিসম্পদ সচিব পর্যায়ের এই বৈঠকে দু’দেশের
নির্ধারিত এজেন্ডা নিয়ে দিনব্যাপী আলোচনা হবে।
২০১১ সালের ১০ জানুয়ারি ঢাকায় এবং ২০১১
সালের ৬ জুন নয়াদিল্লিতে সর্বশেষ বাংলাদেশ-ভারত পানিসম্পদ সচিব পর্যায়ের
বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগে ২০১০ সালের মার্চে বাংলাদেশ-ভারত যৌথ নদী
কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়।
বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে
জয়েন্ট কনসালটেটিভ কমিশনের পঞ্চম বৈঠক গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে
অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পার্শ্ব বৈঠকে (সাইড মিটিং) বাংলাদেশের পানিসম্পদ
সচিব ভারতের পানিসম্পদ সচিবকে দু’দেশের সচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু
করার আহ্বান জানিয়েছিলেন।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়