নিজস্ব প্রতিবেদক:
কলেজের শ্রেণিকক্ষে সন্ত্রাসী কর্মকান্ড করায় কানাইঘাট সরকারি কলেজের একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী ফজলুল করিম কে কলেজ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করেছেন কলেজ কর্তৃপক্ষ।
জানা যায়, গত বুধবার(৩১জুলাই) দুপুর ১২টায় কলেজের দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের ক্লাস চলাকালীন সময়ে ক্লাসের ভিতরে প্রবেশ করে একাদশ শ্রেণির শিক্ষার্থী ফজলুল করিম ছাত্রবেশী বহিরাগত জুবের আহমদ কে নিয়ে গল্পগুজবে মেতে ওঠে।
এ সময় ক্লাসরত একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের এহেন কর্মকান্ডে বাধা প্রদান করলে বহিরাগত জুবের আহমদ ও ফজলুল করিমসহ তাদের কয়েকজন সহযোগী উত্তেজিত হয়ে ক্লাসরত শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে উঠে। তারা ক্লাসের বেঞ্চ ভেঙ্গে শিক্ষার্থীদের উপর ছুড়ে মারে। এ সময় ক্লাসে অবস্থানরত বিশেষ করে ছাত্রীরা শোর চিৎকার শুরু করলে বহিরাগত জুবের আহমদের হামলায় রক্তাক্ত আহত হন একাদশ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার।
তাৎক্ষনিক তাকে কলেজের শিক্ষকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ নিয়ে কলেজ ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনার পরই শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়।
এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে কলেজ স্টাফ কাউন্সিলের এক সভা কলেজের অধ্যক্ষ সামছুল আলম মামুনের সভাপতিত্বে কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের সকল বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে সিদ্ধান্তক্রমে কলেজের ক্লাস রুমে সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় একাদশ শ্রেণির ছাত্র ফজলুল করিম দ্বাদশ শ্রেণির ক্লাস চলাকালীন সময়ে অনধিকার প্রবেশ করে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে লিপ্ত থাকায় তাকে কলেজ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়।
সভায় একাদশ শ্রেণির ছাত্র ফজলুল করিম দ্বাদশ শ্রেণির ক্লাস চলাকালীন সময়ে অনধিকার প্রবেশ করে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে লিপ্ত থাকায় তাকে কলেজ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়।
রক্তাক্ত আহত শিক্ষার্থী তাহমিনা আক্তার তার উপর হামলার ঘটনায় জড়িত বহিরাগত জুবের আহমদ ও বহিষ্কৃত শিক্ষার্থী ফজলুল করিমের বিরুদ্ধে অভিযোগ এনে কলেজের অধ্যক্ষ সামছুল আলম মামুন বরাবরে বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে কলেজের অধ্যক্ষ সামছুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, বুধবার দ্বাদশ শ্রেণির বাংলা ক্লাস চলাকালীন সময়ে সৃষ্ট ঘটনায় তাহমিনা আক্তার রক্তাক্ত আহতের প্রেক্ষিতে একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী ফজলুল করিম কে কলেজ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে সার্বিক শিক্ষার সুষ্টু পরিবেশ বজায় রাখতে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর সিদ্ধান্ত গ্রহণে সকল শিক্ষক একমত পোষণ করেছেন।
বিষয়টি কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ কে জানানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, গুটিকয়েক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের কারণে কলেজের সার্বিক শিক্ষার সুষ্টু পরিবেশ বিনষ্ট হচ্ছে। বুধবারের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ভবিষ্যতে কলেজ ক্যাম্পাসে এধরনের অপরাধ কর্মকান্ড সংঘটিত করতে না পারে এ জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তারা।
বিষয়টি কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ কে জানানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, গুটিকয়েক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের কারণে কলেজের সার্বিক শিক্ষার সুষ্টু পরিবেশ বিনষ্ট হচ্ছে। বুধবারের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ভবিষ্যতে কলেজ ক্যাম্পাসে এধরনের অপরাধ কর্মকান্ড সংঘটিত করতে না পারে এ জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তারা।
কানাইঘাট নিউজ ডটকম/০১ আগস্ট ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়