শিগগিরই দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসারভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ আশা প্রকাশ করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সম্মতি প্রয়োজন। এ জন্য আগামী ডিসেম্বরে তারা একটি সভা করে আমাদের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আশা করছি, ওই সভা থেকে ভাল ফলাফল পাবো।
চুক্তির মাধ্যমে ৩৫ শতাংশ শুল্ক হার হ্রাস করলে তৈরি পোশাকসহ ওষুধ, তামাক, চামড়া ও চামড়াজাত পণ্য, টেবিল ওয়্যার বিভিন্ন পণ্য রফতানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এ সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ব্রাজিলের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগামী ৭ থেকে ৮ নভেম্বরে ব্রাজিলের সাও পাওলোতে একক দেশ হিসেবে তৈরি পোশাক নিয়ে একটি মেলা ও ফ্যাশন শো আয়োজন করা হবে বলেও জানান টিপু মুনশি।
সূত্র: ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়