ডেস্ক নিউজ::
এক হাজার বছরের পুরনো কোরআনের দুষ্প্রাপ্র একটি কপি উদ্ধার করেছে তুরস্কের নিরাপত্তা সংস্থা। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মুগলা থেকে পুরাকীর্তি পাচারকারীদের থেকে এটি উদ্ধার করা হয়।
তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়াত প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার
গোপন সংবাদের ভিত্তিতে মুগলার ইয়াতাগান জেলায় অভিযান চালায় নিরাপত্তা
বাহিনী। সেখানে কোরআনের দুষ্প্রাপ্র এ কপিটি উদ্ধার হয়।
সূত্র জানায়, এ ঘটনায় রাইফেলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। হরিণের চামড়া দিয়ে বাধাই করা কোরআনের কপিটি বিক্রি চেষ্টা করছিল তারা।
সূত্র জানায়, এ ঘটনায় রাইফেলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। হরিণের চামড়া দিয়ে বাধাই করা কোরআনের কপিটি বিক্রি চেষ্টা করছিল তারা।
তবে উদ্ধারকৃত কোরআনের কপিটির সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়