Tuesday, August 27

মোদির ইংরেজি নিয়ে ট্রাম্পের রসিকতা! (ভিডিও)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে রসিকতা করে বলেছেন, উনি (ভারতের প্রধানমন্ত্রী মোদি) ইংরেজি খুবই ভালো বলেন। কিন্তু উনি এখন কথা বলতে চান না। 

সোমবার জি-৭ সম্মেলনে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর দুই নেতার সাংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। 
জানা গেছে, দুই নেতাকে ইংরেজিতে প্রশ্ন করছিলেন সাংবাদিকরা। সে সময় মোদি চিরাচরিতভাবে হিন্দিতে উত্তর দিচ্ছিলেন। এক সাংবাদিক ইংরেজিতে মোদিকে একটি প্রশ্ন করলে- হঠাৎ ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে মোদির ইংরেজি নিয়ে ওই রসিকতা করে বসেন। 
এদিকে ট্রাম্পের আকস্মিক রসিকতাকে স্পোর্টিংলিই নেন মোদি। এ সময় ট্রাম্পের হাতে সজোরে হাত রেখে হাসিতে দুজনই ফেটে ওঠেন। তাদের হাসিতে সেখানে উপস্থিত সবার মাঝেও হাসির রোল পড়ে যায়।
প্রসঙ্গত, জি-৭ সম্মেলনে যোগ দিতে মোদি ও ট্রাম্প আপাতত ফ্রান্সে রয়েছেন। দুই নেতার একান্ত আলোচনায় কাশ্মীর নিয়েও কথা হয়েছে। সূত্র- নিউজ ১৮।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়