Saturday, August 3

কানাইঘাটে আওয়ামী লীগের মশক নিধন কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক  :
দলের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী সারা দেশের ন্যায় কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু রোগ সচেতনতায় প্রচার অভিযান শুরু হয়েছে। 

শনিবার বিকেল ৪টায় আওয়ামী লীগের নেতাকর্মীরা   ডেঙ্গু   রোগ   থেকে   জনগণকে   সচেতন   করার   জন্য   কানাইঘাট   পূর্ব   বাজারে   পরিস্কার-পরিচ্ছন্ন   অভিযান   ও   মশক   নিধন   ঔষধ   ছিটান।
আওয়ামী লীগের   নেতৃবৃন্দ   জানিয়েছেন,  পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এডিস মশার ছোবল থেকে মানুষকে রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের সচেতনামূলক প্রচার অভিযান শুরু হবে।

মশক   নিধন   ও   প্রচার   অভিযানে   উপস্থিত   ছিলেন   উপজেলা   আওয়ামী লীগের   আহ্বায়ক   লুৎফুর  রহমান,   যুগ্ম-আহ্বায়ক রফিক আহমদ, ফখরুদ্দিন শামীম, অ্যাডভোকেট মামুন রশিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, জেলা যুবলীগ নেতা ও কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সদস্য হোসেনআহমদ,   পৌর   আওয়ামী লীগের   যুুগ্ম   আহ্বায়ক   নাজমুল   ইসলাম   হারুন,
সাতবাঁক   ইউপির   ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আব্দুন নূর, পৌর কাউন্সিলর মাসুক আহমদ, তাজ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগনেতা আনোয়ার   হোসেন, উপজেলা যুবলীগের   আহ্বায়ক এনামুল হক,  সাবেক যুগ্ম আহ্বায়ক   মীর মোহাম্মদ আব্দুল্লাহ, যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল, মাসুম আহমদ, স্বেচ্ছা সেবকলীগ নেতাদেলোয়ার হোসেন দুলাল, ছাত্রলীগ নেতা আকমল হোসেন প্রমূখ ।

কানাইঘাট নিউজ ডটকম/৩ অাগস্ট ২০১৯


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়