Friday, August 2

আট দিনে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উ. কোরিয়া

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গেল আট দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি। 

শুক্রবার ভোরে দেশটির পূর্ব উপকূলে নতুন মডেলের দু’টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। 
গেল মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া অনুষ্ঠিত হবার পর থেকেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু হয়। 
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ- এর কার্যালয় থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার দক্ষিণ হ্যামগিয়ং প্রদেশের ইয়ংহাং এলাকা থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৫৯ মিনিটে প্রথম ক্ষেপণাস্ত্রটি ও ভোর ৩টা ২৩ মিনিটে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। 
ক্ষেপণাস্ত্র দু’টি ভূমি থেকে মাত্র ২৫ কিলোমিটার উচ্চতায় ২২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে। 
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বাসভবনের এক মুখপাত্র জানিয়েছেন, ধারণা করা হচ্ছে পরীক্ষা চালানো স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্র দুটি গেল সপ্তাহে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলোর মতোই নতুন মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় কোন উদ্বেগ প্রকাশ করেননি। 
এ প্রসঙ্গে এক বিবৃতিতে তিনি বলেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো বেশ উন্নত হলেও এগুলো নিয়ে তিনি চিন্তিত নন। এছাড়া এগুলো কিম জং উনের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনার অংশও নয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়