Wednesday, August 28

কানাইঘাট সীমান্তে ভারতীয় ১২টি গরু আটক

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ১২টি ভারতীয় গরু আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। 

গত মঙ্গলবার দিবাগত রাতে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা এলাকা থেকে থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই লিটন সহ একদল পুলিশ অভিযান চালিয়ে গরুগুলো আটক করেন। এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে চোরাকারবারীররা গরু রেখে পালিয়ে যায়।

পরে আটককৃত গুরুগুলো থানায় নিয়ে আসা হয়। এর পূর্বে ১৯টি গরু আটক করা হয়। এর মধ্যে ১টি গরু মারা যায়। সব মিলিয়ে বর্তমানে ৩১টি গরু থানায় আটক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে গরুগুলো নিলামে বিক্রি হবে বলে জানা গেছে। 

কানাইঘাট নিউজ ডটকম/২৮ আগস্ট ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়