Saturday, August 3

তিন পাকিস্তানি গুপ্তচর আটক করেছে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক ,কানাইঘাট নিউজ ডেস্ক:

ভারতীয় সেনার গোপন তথ্য পাচারের অভিযোগে তিন পাকিস্তানি গুপ্তচরকে আটক করেছে ভারত। এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলা হতে পারে বলে দেশটির গোয়েন্দারা সতর্কবার্তা করেছিল। এমন সতর্কবার্তায় রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এরা ভারতীয় সেনার একাধিক স্পর্শকাতর তথ্য পাকিস্তানি হ্যান্ডলারের হাতে তুলে দিচ্ছিল। তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় আটকরা হলেন- রাগিব, মেহতাব ও খালিদ। এরা সবাই উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা। আর্মি ক্যান্টমেন্ট এলাকায় বিভিন্ন বিল্ডিং তৈরিতে শ্রমিকের কাজ করত তারা। 
এর আগে শুক্রবার ভারতীয় সেনারা এক সতর্কবার্তায় বলেছে, অমরনাথ যাত্রীদের টার্গেট করেছে সন্ত্রাসীরা। তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় কাশ্মীর দ্রুত ছাড়ার কথা বলা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়