Saturday, August 3

প্রিয়া সাহার পেছনে সিনহার হাত থাকতে পারে: মোজাম্মেল হক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রিয়া সাহার নালিশের পেছনে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘এসকে সিনহার দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রের বিরুদ্ধে এসকে সিনহা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রিয়া সাহার সাথে তার যোগাযোগ থাকতে পারে। বাংলাদেশকে বিশ্ব দরবারে হেয় করার ষড়যন্ত্র চলছে।’
এসকে সিনহার মতো দুর্নীতিবাজ প্রধান বিচারপতি বাংলাদেশে আর কখনো আসেনি বলেও মন্তব্য করেন মোজাম্মেল হক। তিনি বলেন, ‘তার বিচার না হলে বাংলাদেশের কলঙ্ক মোচন হবে না।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়