Saturday, August 10

প্রকাশ্যে টয়ার গোপন বিয়ের ছবি!

টিভি অভিনেত্রী মুমতাহিন টয়া। সম্প্রতি গোপনে বিয়ে সেরেছেন তিনি! সোশ্যাল মিডিয়ার, মাধ্যমে তার বিয়ের ছবিও সামনে এসেছে। এরপর প্রকাশ পেয়েছে নায়িকার বিয়ের খবর।

তাহলে কি সত্যি বিয়ে সেরে ফেলেছেন টয়া? তবে বিয়ে সারলেও কেন এত গোপনীয়তা? ভক্তদের এমন প্রশ্নের জট খুলে দিলেন অভিনেত্রী নিজেই। জানালেন, নাটকের প্রয়োজনে কনে সাজতে হয়েছে তাকে।
নাটকের নাম ‘গল্পগুলো এমন হোক’। মেহেদী হাসান সজীবের রচনায় এটি নির্মাণ করছেন সৈয়দ শাকিল। এতে আরো অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
‘গল্পগুলো এমন হোক’ শুটিং প্রসঙ্গে নির্মাতা সৈয়দ শাকিলের ভাষ্য, সম্প্রতি উত্তরার একটি হাউজে আমরা নাটকটির দৃশ্যধারণ শেষ করেছি। এতে গল্পের মধ্যে আলাদা গল্প তুলে ধরা হয়েছে। আর এটি এমনভাবে উপস্থাপনা করা হয়েছে, মনে হবে দ্বিতীয়টিই মূল গল্প।
নাটকটি প্রসঙ্গে সৈয়দ শাকিল আরো বলেন, আমরা আসলে এমন কিছু ঘটনার মুখোমুখি হই, যা আমরা চাই না। তখন প্রায়ই বলে উঠি, গল্পটা এমন না হয়ে এমন হলেই ভালো হত।
আশা করি, ‘গল্পগুলো এমন হোক’ নাটকটি প্রত্যেক দর্শকের মনে দাগ কাটবে। ঈদে টিভির সামনে দর্শক ধরে রাখবে এটি।
দৃক প্রযোজনায় এই নাটকটি প্রচার হবে আসছে ঈদে চ্যানেল নাইনে। তবে সময়টা এখনো নির্দিষ্ট জানাতে পারেননি পরিচালক।
 সুত্র ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়