Saturday, August 31

হঠাৎ করেই মোদির প্রধান সচিবের পদত্যাগ

হঠাৎ করেই পদত্যাগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র। ২০১৪ সালে মোদির প্রথম মেয়াদে তাকে এই পদটিতে বসাতে পরামর্শ দিয়েছিলেন অমিত শাহ।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারপত্রিকার খবরে বলা হয়েছে, তখন নৃপেন্দ্র মিশ্র ছিলেন টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের(ট্রাই) চেয়ারম্যান। ট্রাই-এর নিয়ম অনুসারে অবসরের পর সরকারি পদ নেয়া যায় না।
নিয়মের বদল করে তাকে এই পদে বসালে বিরোধীরা এ নিয়ে হইচই তুলেছিল। কিন্তু মোদি নিজের অবস্থানে অনড় ছিলেন।
পাঁচ বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর এবার পদটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলের নৃপেন্দ্র।
ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, মিশ্র পদত্যাগ করতে চাইলে মোদি তাকে সপ্তাহ দুয়েক দায়িত্ব পালন করতে বলেছেন।
তবে মোদির পরবর্তী প্রধান সচিব হতে যাচ্ছেন পি কে মিশ্র বলে ধারনা করা হচ্ছে।
নৃপেন্দ্র মিশ্র বলেন, দায়িত্ব পালনের সময় প্রতি সময়ে নিজের কাজের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। এখন সরে দাঁড়ানোর সময় হয়েছে আমাদের। যদিও সাধারণ মানুষ ও দেশের স্বার্থে আমি কাজ করে যেতে চাই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়