নতুন প্রজন্মের মন কাড়তে মাত্র ৬৪ হাজার টাকায় বাজাজ পালসার ১২৫ নিওন বাজারে এসেছে। এরইমধ্যে সাধ্যের দামে পালসারের স্টাইলিস লুক নজর কেড়েছে গ্রাহকদের।
লাল ও রুপালি রঙ ও সিঙ্গেল পিস সিটে মিলবে এই মডেলে। ১২৫ সিসির এই বাইকে
রয়েছে দুটো গ্যাস চার্জ রিয়ার শক, সামনে ডিস্ক ব্রেক সঙ্গে রিয়ার ড্রাম
এবং মেকানিকাল সিবিএস। থ্রিডি ভ্যারিয়েন্টের লোগো রয়েছে এই মডেলে।
শার্প, স্পোর্টি লুকের বাজাজ পালসার ১২৫ নিওনে রয়েছে ৫-স্পিড গিয়ার
বক্স। প্রাইমারি কিক করলেই স্টার্ট হয়ে যাবে বাইকটি। প্রায় ৪৫ কিলোমিটার
মাইলেজ দিতে পারে এই বাইক। ভারতে এই মডেলের ড্রাম ব্রেক ভার্সনের দাম মাত্র
৬৪,০০০ টাকা। ডিসক ব্রেকের দাম ৬৬,৬১৮ টাকা।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
Nice
ReplyDelete