রাজধানীর মগবাজারের দিলুরোডে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আসরে কনের বাবাকে কুপিয়ে হত্যা করেছে কথিত প্রেমিক। এ ঘটনায় কনের মাও ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে প্রিয়াংকা সুটিং হাউজ কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। নিহতের নাম তুলা মিয়া (৪৭)। আহত হয়েছেন ফিরোজা খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কমিউনিটি
সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এক যুবকের ছুরিকাঘাতে কনের বাবার মৃত্যু হয়েছে।
রক্তাক্ত হয়েছেন কনের মা। তবে ওই ঘাতককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ
ডেইলি বাংলাদেশকে জানান, ১০-১৫ জনকে নিয়ে ঘরোয়া আয়োজনের ওই বিয়ের অনুষ্ঠানে
ঢুকে ঝামেলা সৃষ্টি করে ওই যুবক। এক পর্যায়ে কনের বাবা তুলা মিয়াকে
ছুরিকাঘাত করে সে। এতে কনের মা বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এ সময়
তাদের উদ্ধার করে পাশের ইনসাফ হাসপাতালে নিলে কনের বাবাকে মৃত ঘোষণা করেন
চিকিৎসক। পরে ঢামেক হাসপাতালে পাঠানো হয় কনের মাকে।
তিনি আরো জানান, ওই যুবকের পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়