Thursday, August 8

স্যালুট জানিয়ে সুষমাকে শেষ বিদায় স্বামী-কন্যার

ভারেত সরকার যখন ইতিহাস পাল্টে দেয়া পদক্ষেপ নিলো ঠিক তার কিছুক্ষণ পরেই মারা যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার রাতে খবরটা ছড়িয়ে পড়তে ভারতজুড়ে শোকে আবহ তৈরি হয়। বুধবার সকাল থেকেই প্রয়াত নেত্রীর বাড়ি এবং বিজেপির সদর দফতরে ভিড় করেন অসংখ্য মানুষ। শ্রদ্ধেয় নেত্রীকে শেষশ্রদ্ধা জানান তারা। শেষকৃত্যের প্রস্তুতি হতেই, স্যালুট দিয়ে সুষমা স্বরাজকে শেষবিদায় জানানোর কথা বলতে শোনা যায় প্রয়াত নেত্রীর স্বামী স্বরাজ কৌশল এবং কন্যা বাঁশুরি স্বরাজকে। 

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্যের আয়োজন করা হয়। দেশটির প্রধানমন্ত্রী মোদী তাকে একজন ‘সহানুভুতিশীল’ এবং 'স্মরণীয় নেত্রী' বলে বর্ণনা করেছেন, পাশাপাশি বহু দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি এবং 'বিশ্বের যেকোনও প্রান্তে থাকা সমস্যায় পড়া ভারতবাসীকে সাহায্য করেছেন'।
পররাষ্ট্রমন্ত্রী হিসবে বিদেশে বিপদে বা মৃত্যু হলে, তার দেহ ফিরিয়ে আনতে সাহায্য করা বা ভারতে চিকিৎসার জন্য ভিসা পাওয়ার জন্য সাহায্য চাইলে তিনি তা করতে কার্পণ্য করেননি। বুধবার সকালে নয়াদিল্লির যন্তরমন্তরে সুষমা স্বরাজের বাড়িতে ভিড় করেল দলমত নির্বিশেষ বহু মানুষ। বাঁশুরি স্বরাজকে সবমবেদনা জানান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, লালকৃষ্ণ আদবানি, প্রতিভা আদবানিরা।
গত নভেম্বরে, রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেন সুষমা স্বরাজ। সেই সময় তাকে ধন্যবাদ জানিয়ে ট্যুইটারে প্রশংসা পেয়েছিলেন তার স্বামী স্বরাজ কৌশল। তিনি বলেন, ‘এমনকী, মিলখা সিংকেও দৌড় থামাতে হয়েছিল’।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়