Sunday, August 4

অন্ধ হয়েও ৪০ বছর ধরে পাঁচ ওয়াক্ত আজান দেন তিনি (ভিডিও)

‘কে ওই শোনাল মোরে আজানের ধ্বনি/মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর/আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। কি মধুর আজানের ধ্বনি!’

৮০ বছরের অন্ধ বৃদ্ধ। তবুও তার ধ্যানজ্ঞান আজান ও নামাজের দিকে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে ছুটে যান মসজিদে। এ বৃদ্ধ অবস্থাতেও পায়ে হেঁটে মসজিদে গিয়ে আজান দেন নিয়মিত। সৌদি আরবের রাজধানী রিয়াদের এক মসজিদের মুয়াজ্জিন তিনি। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি মসজিদে আজান দেন।
বৃদ্ধ বয়সেও তিনি মসজিদে আজাদ দেয়া থেকে বিরত থাকতে চান না। নিজ বাড়ি থেকে বেশ কিছু দূরের একটি মসজিদে তিনি নিয়মিত আজান দিয়ে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে তার আজানের ভিডিও ভাইরাল হয়ে গেছে।
আর্শ্চযের বিষয় হলো এ অন্ধ মুয়াজ্জিনের দীর্ঘ ৪০ বছরে কোনো দিন তার আজান ও নামাজের জামাআত কাজা হয়নি।
তিনি তার লাঠিতে ভর করে উপস্থিত হোন মসজিদে।
তিনি বলেন, আমি আল্লাহর থেকে জান্নাত ও ক্ষমা পাওয়ার জন্য পায়ে হেঁটে প্রতিদিন মসজিদে নামাজ আদায় করতে যাই। আবার পায়ে হেঁটে বাড়ি ফিরি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়