কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল গ্রামের মৃত হবিব আলীর পুত্র আব্দুল জলিলের দু’টি মহিষ চুরির ঘটনার সাথে জড়িত আবুল কাশেম শাবুল নামে ২৫ বছরের এক যুবক কে আটক করে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
উদ্ধার করা হয়েছে দু’টি চোরাইকৃত মহিষ।
জানা যায়,গত শনিবার গভীর রাতে আব্দুল জলিলের দু’টি মহিষ একই ইউনিয়নের দনা খাদিমপাড়া গ্রামের মইন উদ্দিনের পুত্র গরু চোর আবুল কাশেম চুরি করে নিয়ে যায়।
গত সোমবার স্থানীয় লোকজন মহিষ চোর শাবুল কে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়েজের কাছে নিয়ে যান এবং পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় মহিষের মালিক আব্দুল জলিল বাদী হয়ে সোমবার শাবুল সহ ৫ চোরের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী অফিসার এস.আই লিটন মিয়া আটক শাবুলকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য মতে সোমবার রাতেই জকিগঞ্জ উপজেলার বাল্লাগ্রামের মিরপুর হাওর থেকে চোরাই মহিষ দুইটি উদ্ধার করেন।
থানার এসআই পান্নাল লালদেব অভিযানে ছিলেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৩ জুলাই ২০১৯
খবর বিভাগঃ
feature content slider
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়