তথ্যপ্রযুক্তি ডেস্ক ::
পাসওয়ার্ড হ্যাক হওয়ার শঙ্কায় থাকেন সবাই। তবে গুগলের পাসওয়ার্ড চেকআপ টুল ব্যবহার করে জানা যায় কোনো পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি-না। গেজেটস নাউ জানাচ্ছে পাসওয়ার্ডের ব্যপারে কীভাবে সতর্ক হতে হয়-
* প্রথমে আপনার পিসিতে থাকা গুগল ক্রোম
ব্রাউজারটি খুলুন। এবার গুগল ক্রোম স্টোর খুলুন এবং পাসওয়ার্ড চেকআপ টুলটি
অনুসন্ধান করুন। এটি ইনস্টল করতে ‘ক্রোমে যোগ করুন’ বাটনে ক্লিক করুন।
* ব্যবহারকারীরা কোনো অ্যাকাউন্টে লগইন
করলেই চেকআপ টুলটি পাসওয়ার্ডগুলো নিরীক্ষণ করে। যখন কোনো ক্রুটি ধরা পড়ে
তখন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য একটি লাল সতর্কতা বাক্স
পপআপ অনুরোধ করে। এটা যদি আপনার নজর এড়িয়ে তাহলে পাসওয়ার্ড চেকআপ আইকনটি
সবুজের পরিবর্তে লাল হয়ে থাকবে।
* এরপর যত দ্রুত সম্ভব আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়