ডেস্ক নিউজ::
ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগে সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেসবুককে ৫শ’ কোটি ডলার জরিমানা করেছে মার্কিন ফেডারেল
ট্রেড ইউনিয়ন। ফেসবুকের প্রায় আট কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য
চুরি হয়।
ক্যামব্রিজ অ্যানালেটিকার কাছে গ্রাহকদের তথ্য তুলে দেয়ার দায়ে ফেসবুককে এ জরিমানা করা হয়েছে।
ভোক্তাদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করার জন্য কোনো কোম্পানিকে এর আগে কখনো এত বড় অংকের জরিমানা করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন
(এফটিসি) জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার
অভিযোগের নিষ্পত্তি করতে ফেসবুক পাঁচশ’ কোটি ডলার জরিমানা দেবে।
এছাড়া ফেসবুককে একটি স্বাধীন ‘প্রাইভেসি কমিটি’ গঠন করতে বলা হয়েছে। এই কমিটির ওপর ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কোন খবরদারি করতে পারবেন না।
এছাড়া ফেসবুককে একটি স্বাধীন ‘প্রাইভেসি কমিটি’ গঠন করতে বলা হয়েছে। এই কমিটির ওপর ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কোন খবরদারি করতে পারবেন না।
ফেডারেল ট্রেড কমিশনের প্রধান জো সিমন্স
জানান, কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণে রাখার
প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষায় ব্যর্থ হয়েছে সংস্থাটি।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়