নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সাতবাঁক ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্র্রে টানা ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট গ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবেই।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত
প্রার্থী ইউনিয়নের বিগত নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান আব্দুল মান্নান
(নৌকা) স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার ফয়জুল
ইসলাম (চশমা), স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মইন
উদ্দিন মনই (আনারস) ও সাবেক কুয়েত প্রবাসী আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার
আব্দুন নূর কুটই (মোটর সাইকেল) প্রতীক ।
প্রসঙ্গত, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ উক্ত পদ
থেকে পদত্যাগ করে কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে
প্রতিদন্ধিতা করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়। এরই
প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কানাইঘাট নিউজ ডটকম/২৫জুলাই ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়