জাতীয় ডাকটিকিট দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
সোমবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি
উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন মন্ত্রী। আজ
থেকে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে এগুলো বিক্রি করা হবে। পরবর্তীতে
অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘরে এ স্মারক ডাকটিকিট বিক্রি
করা হবে।
অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ডাকটিকিট
একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে কথা বলে।
জ্ঞানার্জনে ডাকটিকিটে যে তথ্য পাওয়া যাবে গুগলেও তা পাওয়া দুষ্কর।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক
কুমার বিশ্বাস, বিটিআরসি চেয়ারম্যান মো. জহিরুল হক, ডাক অধিদফতরের
মহাপরিচালক এসএস ভদ্র, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবুদ্দিনসহ ডাক ও
টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়