Tuesday, July 23

সিলেটে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কানাইঘাট নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়েরাকৃত ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং সচেতন নাগরিক বৃন্দের এই মানববন্ধন করেন।

মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক এহসানুল হাদী রুম্মানের সভাপতিত্বে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. সামছুল আরিফিনের পরিচালনায় বক্তব্য রাখেন- সাওন ইমন, আলী আকবর, জালাল উদ্দিন, মাসুদ আহমদ, আরিফ হোসাইন, আবির আহমেদ, ফরহাদ হোসেন।

উপস্থিত ছিলেন- হাসান আহমদ, শাকিল আহমদ, কাজী পলাশ, রেজওয়ান আহমদ, আকাশ আহমদ, তারেক আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা ও ভিত্তিহীন মামলা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে দেশের বৃহত্তর স্বার্থে তার নিরাপত্তা জোরদার করুণ। সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্তা করুণ।

ব্যক্তিস্বার্থে হাসিলের জন্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করেছে তাকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান বক্তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়