জামালপুরে সরিষাবাড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই সহোদরসহ একই পরিবারের পাঁচ শিশু মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে মিঠাই বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, শিশু সুবর্ণা ও ঝুমা কালিকাপুর
গ্রামের খবির উদ্দীনের মেয়ে, গোলাম মোস্তফার মেয়ে অন্তরা, বাটিকামারীর
রিপন শিকদারের মেয়ে রুদসী এবং জবানুরের মেয়ে জান্নাত।
সরিষাবাড়ির তারাকান্দি পুলিশ তদন্ত
কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. মোহাব্বত হোসেন জানান, নানার বাড়ি বেড়াতে
আসে রূদসী ও জান্নাত। মামাতো বোন সুবর্না, ঝুমা ও অন্তরার সঙ্গে মিঠাই
বিলে বন্যার পানিতে কলার ভেলা নিয়ে বেড়াতে যায়। স্রোতের মুখে পড়ে কলার ভেলা
উল্টে সবাই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়