Monday, July 29

শ্রীহট্ট প্রকাশ-২য় বই প্রদর্শনী অক্টোবরে

কানাইঘাট নিউজ ডেস্ক:
শ্রীহট্ট প্রকাশ-এর উদ্যোগে ২য় বারের মতো বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আগামী ১৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০১৯ শ্রীহট্ট প্রকাশ-এর স্থায়ী অফিস মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট-এ শ্রীহট্ট প্রকাশ বই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বই প্রদশর্নীতে ক্রেতারা ৩০-৫০% ছাড়ে শিশুতোষ, মওলানা ভাসানী, ছড়া, কবিতা, গল্প, রহস্য, ইতিহাস, সংস্কৃতি, রম্য, মুক্তিযুদ্ধ প্রভৃতি বই ক্রয় করতে পারবেন।

প্রতিদিন বেলা ৩ টা হতে রাত ৮টা পর্যন্ত শ্রীহট্ট প্রকাশ বই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শ্রীহট্ট প্রকাশ-এর পক্ষ থেকে সমাজের সকলস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়