Wednesday, July 24

নতুন গুজব ‘বিদ্যুৎ থাকবে না’

‘বিদ্যুৎ থাকবে না’ এমন গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। 

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো একটি মহল দেশে বিদ্যুৎ থাকবে না বলে প্রচার চালাচ্ছে। তবে এটা পুরোপুরি গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন। 
এতে বলা হয়, চাহিদার বিপরীতে গতকাল পিক আওয়ারে গ্রস বিদ্যুৎ উৎপাদন ছিল ১১ হাজার ৬৪০ মেগাওয়াট। কোথাও লোড শেডিং ছিল না। আজ বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে।
দেশে বন্যা হওয়া সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না দাবি করে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। বিদ্যুৎ বিভাগ গুজব রটানোকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। 
 
নতুন করে গুজব রটেছে, দেশে নাকি বিদ্যুৎ থাকবে না, আর সেই সময়ে মাথা কাটা হবে। এ গুজবের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়