Tuesday, July 30

কানাইঘাটে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪’তম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় শোকাবহ পরিবেশে পালনের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সভায় ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদ, কানাইঘাট থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, ৭নং বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, কানাইঘাট রামিজা বালিকা উচ্চ প্রধান শিক্ষক মামুন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরেষ চন্দ্র দাস সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সুধীজন উপস্থিত ছিলেন

কানাইঘাট নিউজ ডটকম/৩০জুলাই ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়