Thursday, July 25

আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত ‘হাসিনা-এ ডটার্স টেল’

কানাইঘাট নিউজ ডেস্ক:

বাংলাদেশের মানুষের মন জয়ের পর আন্তর্জাতিক চলচ্চিত্র আঙ্গনেও বেশ সাড়া ফেলেছে ‘হাসিনা-এ ডটার্স টেল’। ডকুমেন্টারি ড্রামাটি চলতি বছর বেশ কয়েকটি খ্যাতিসম্পন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।  

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে দশম জাগরন ফিল্ম ফেস্টিভালে ‘হাসিনা-এ ডটার্স টেল’ প্রদর্শিত হয়েছে। এছাড়া, দক্ষিণ আফ্রিকার ৪০তম ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের পাশাপাশি বার্সেলোনা এশিয়ান ফিল্ম ফেস্টিভাল এবং দক্ষিণ কোরিয়ার ডিএমজেড ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। এমনকি অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্নেও (আইএফএফএম) ছবিটি প্রদর্শিত হবে। 
‘হাসিনা-এ ডটার্স টেল’ শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রাজনৈতিক জীবনের গল্পই নয়, প্রামাণ্যচিত্রটিতে উঠে এসেছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ নানা দিক। দেশের ক্ষমতার শীর্ষে থাকা এ মানুষটির ব্যক্তিজীবন ও রাজনৈতিক জীবনের অজানা অধ্যায়গুলো দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ বায়োপিকে।  
সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়