নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়নের জামেয়া ইউসুফিয়া তালবাড়ী ফাযিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ এবিএম সিদ্দিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহবুবুল আলম বাবুলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দক্ষিণ বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শরীফ আহমদ।
বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক তোফাজ্জুল হোসেন, মাওঃ ইমরান আহমদ, ডাঃ আব্দুল হক, কামাল উদ্দিন, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ প্রমূখ।
শিক্ষার্থীদের মধ্যে হামদ ও ছানা পরিবেশন করেন কামিল আহমদ, আতাইয়াবে এলাহী জিনান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেন ।
কানাইঘাট নিউজ ডটকম/৩০জুলাই ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়