Sunday, July 28

নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত ১, আহত ১১

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আহত হয়েছেন অন্তত আরো ১২ জন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

শনিবার ব্রুকলিনের ব্রাউন্সভিল এলাকার কাছে স্থানীয় সময় রাত ১১টার দিকে এ বন্দুক হামলার ঘটনাটি ঘটে বলে স্থানীয় সংবাদসূত্রের বরাত দিয়ে উইয়ন নিউজ জানিয়েছে। 
তারা জানায়, ব্রাউন্সভিল এলাকার কাছে ১২-১৩ জন লোকের ওপর এক বন্দুকধারী ব্যক্তি আকস্মিক গুলি চালায়। এতে ঘটনাস্থলে থাকা সবাই আহত হন। আহতদের মধ্যে একজনের মাথায় গুলি লাগায় সেখানেই তার মৃত্যু হয়। 
বন্দুক হামলায় আহতদের হাসপাতালে নেয়া হয়েছে বলে ব্রুকলিন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। 
হামলাকারী ব্যক্তির পরিচয় ও হামলার কারণ এখনও জানা যায়নি। এ হামলার ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়