Tuesday, July 30

যুক্তরাষ্ট্রের ১০ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য হ্যাক

আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ ডটকম

যুক্তরাষ্ট্রের ১০ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ কানাডার প্রায়  ৬০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হয়েছে। আর্থিক সেবাদানকারী মার্কিন প্রতিষ্ঠান ক্যাপিটাল ওয়ানের কাছ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে এসব তথ্য চুরি করা হয়েছে। সম্প্রতি ওই কোম্পানির তরফ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে ওই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত রয়েছে এমন এক ব্যক্তিকে গ্রেফতারের পর সোমবার ক্যাপিটাল ওয়ানের পক্ষ থেকে হ্যাকিংয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি জানানো হয়।
গত ১৯ জুন ওই হ্যাকিংয়ের ঘটনা চিহ্নিত করা সম্ভব হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপিটাল ওয়ানে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছিলেন এমন ব্যক্তিদের নাম, ঠিকানা, ফোন নম্বরসহ বেশ কিছু ব্যক্তিগত তথ্য চুরি করা হয়। তবে হ্যাকার ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট নাম্বারে প্রবেশ করতে পারেনি বলেও জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে ক্যাপিটাল ওয়ান অন্যতম। তারা ক্রেডিট কার্ড ইস্যুর পাশাপাশি নিয়মিত ব্যাংকিং সেবাও দিয়ে থাকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়