যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ১৭তম বাৎসরিক সাধারণ সভা সম্প্রতি বৃটেনের কভেন্ট্রি শহরের শাহজালাল মসজিদের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান ।
পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খসরু খাঁন। সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক খসরু খাঁন ও আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার সালেহ আহমদ। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আহমেদ রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কভেন্ট্রি সাউথের এমপি জিম কানিংহাম।
অন্যন্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রেট্রন কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, চ্যারিটি কো-অর্ডিনেটর মনছব আলী জেপি, সাবেক চেয়ারপার্সন এস এম আলাউদ্দিন আহমেদ, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক মতছিম আলী সিতু মিয়া, সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি মুক্তিযুদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, প্রবীণ মুরব্বী খন্দকার আব্দুল মছব্বির এমবিই, ফখর উদ্দিন আহমদ, মির্জা আসহাব বেগ, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ, আরজু মিয়া এমবিই, ফিরোজ খান ।
এছাড়াও আলোচনায় অংশগ্রহন করেন ইকবাল আহমদ চৌধুরী, আব্দুল গনি, সাংবাদিক এম আশরাফ আহমদ, মহিলা নেত্রী কামরুন নাহার আহমদ, ব্যরিস্টার আব্দুল মজিদ তাহের, আব্দুস শহীদ, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সাংবাদিক তৌফিক আলী মিনার, আহসানুজ্জামান আরিফ, ডঃ মুজিবুর রহমান, আলহাজ্ব সুরাবুর রহমান, নাজমুল ইসলাম, মীর গোলাম মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, আব্দুল মালিক, মো: আবুল কালাম, ফয়জুর রহমান চৌধুরী, কাউন্সিলর নেছার আলী, শেখ তাহির উল্লাহ, শেখ মোহাম্মদ আনোয়ার, শাহ শাফি কাদির, এবি রুনেল, চুনু মিয়া, আব্দুস শহীদ, তামিম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, আবু তাহের চৌধুরী, ইকবাল আহমদ চৌধুরী, মাওলানা রফিক আহমদ,মঞ্জুর রেজা চৌধুরী, সিতার আহমদ,মির্জা আসকির বেগ, এম এ গফুর, সুফি সোহেল আহমদ, জসিম উদ্দিন, আব্দুল মালিক কুটি, মুহিব উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর খান, মামুনুর রশীদ,কয়ছর মিয়া, সাংবাদিক মোহাম্মদ আব্দুল হান্নান, শেখ মোহাম্মদ শাজাহান আহমদ তরফদার, মো: হারুনুর রশিদ, সাংবাদিক নোমান রাজা, কয়ছর আহমদ, সিতার আহমদ, সুহেল চৌধুরী, আনোয়ার হোসেন, এমদাদ আহমেদ, মুমিন খাঁন, মোহাম্মদ শিফার আহমদ, শফিক মিয়া, সিতার আহমদ, হুসেন আহমদ, মোহাম্মদ নাজমুল ইসলাম, হেলাল আহমদ তফাদার, হারুন উর রশিদ, মোহাম্মদ সাদেক আহমদ, আমিনুর মিয়া, সৈয়দ সাহেম, এনামুল হক, শাহিন আহমদ,নজরুল ইসলাম, ফারুক মিয়া, নাজিম উদ্দীন, সোরাব আলী, সুজেল খাঁন, শাহজাহান চৌধরী, সৈয়দ মমশেদ রহমান, আব্দুস সালাম, লোকমান হোসেন, সাজানুর রাজা, সাহাব উদ্দীন, আরশ আলী, ফয়ছল আহমদ আক্তার গোলাম, কাম্রুল চৌধুরী, সাজু আহমদ, শাহ আরেফীন পলাশ,আহবাব মিয়া,আলহাজ্ব ছমির উদ্দিন, দিলবর আলী,মাইজ উদ্দিন আহমদ, জগম্বর আলী, তাজ উদ্দিন,কাজি আকমল তাজ, সালেহ আহমদ, জয়দেব শেখর রায়, মোহাম্মদ সাহাব উদ্দীন, ইফতি জুয়েল, আব্দুল আউয়াল,সরিফ উদ্দিন, ছুরুক মিয়া, ফারুক আহমদ, মোতাহিদ মিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় সর্ব সম্মতিক্রমে বিস্তর আলচনা শেষে সাধারন সম্পাদক ও ট্রেজারারের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
সভায় জিএসসির বিভিন্ন রিজিওন ও শাখা কমিটির অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।সভায় রিজিওনাল কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ তাদের বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন।
জিএসসির পক্ষ থেকে ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করা হয়। সভায় বক্তারা সিলেট থেকে বিমানের সরাসরি ফ্লাইট চালু করা, প্রবাসী বাংলাদেশেীদের ভোটাধিকার, ভারতের দিল্লী থেকে বৃটিশ ভিসা অফিস বাংলাদেশে ফিরিয়ে আনা সহ বার্মিংহাম এবং মানচেষ্টার থেকে সরাসরি বিমানের ফ্লাইট চালু, প্রবাসী বাংলাদেশীদের বিমান বন্দরে হয়রানী বন্ধের দাবীতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
এছাড়াও বক্তারা রমজান মাসে সিলেটে গরিব ও অসহায়দের মাঝে জিএসসির ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহযোগিতা প্রদান সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
বক্তারা বৃটেনে চলমান নাইফ ক্রাইম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তরুন প্রজন্মকে সচেতন করে তুলতে জিএসসির গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
সভা শেষে দোয়া পরিচালনা করেন প্রেট্রন কে এম আবু তাহের চৌধুরী।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়