Wednesday, July 24

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আন্তর্জাতিকে ক্রিকেট ম্যাচ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ২০২০ সালের ১৭ মার্চ। এই দিবসকে ঘিরে বেশ কিছু পরিকল্পনা আছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তা আগেই ঘোষণা দেয়াছিল।  এবার এ ব্যাপারে জানালেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ দুটিতে অংশ নেবে এশিয়া একাদশ ও  বিশ্ব একাদশ।

বুধবার বিকেলে বেক্সিমকোতে নিজস্ব কার্যালয়ে এ ব্যাপারটি নিশ্চিত করেন বিসিবি প্রেসিডেন্ট।
আইসিসির সর্বশেষ সভাতে পাপন এই বিষয়টি উত্থাপন করেছেন বলে তিনি জানান। আর সেখানে অনান্য বোর্ডের কর্মকর্তা ও আইসিসির তরফ থেকে সম্মতি জানানো হয়।
এ প্রসঙ্গে বিসিবির সভাপতি বলেন, ‘আইসিসির আরো বড় ঘোষণা হচ্ছে, বাংলাদেশকে দেখে আর কোনো দেশ এমন ম্যাচের জন্য আবেদন করতে পারবে না। আমরা বলব, এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। শুধু আমরাই এমন ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছি।’
পাপন আরো বলেন, ‘বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বছরের ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মাঝে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।’

কিছুদিনের মধ্যেই দল গঠনে নেমে পড়বে বিসিবি। যদিও নির্বাচন প্যানেল এখনো ঠিক হয়নি। সভাপতির কথায়, ‘ক্রিকেটারদের কারা নির্বাচন করবেন বা দুই দলের অধিনায়ক কারা হবেন, এসব কিছু এখনো ঠিক হয়নি। আশা করি খুব দ্রুত কাজ শুরু হয়ে যাবে। এশিয়া একাদশ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে নিয়ে গড়া হবে। দুই-একটা দেশ ছাড়া সব দেশের ক্রিকেটারদের পাব বলে আশা করি।’
এই ম্যাচগুলোতে শুধু বর্তমান ক্রিকেট তারকারাই সুযোগ পাবেন বলে জানালেন পাপন। খুব আকর্ষণীয় ম্যাচের আয়োজন করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ম্যাচগুলোতে আমরা সাবেক কোনো ক্রিকেটারকে নিচ্ছি না। বর্তমানে যারা সেরা ক্রিকেটার তাদেরই নেব। সত্যিকার অর্থে, এই ম্যাচটিকে আমরা খুব আকর্ষণীয় করতে চাই। যার জন্য, সেরাদেরই সুযোগ দেওয়া হবে। আর আন্তর্জাতিক মর্যাদা পাওয়ায় সবাই গুরুত্ব দিয়েই খেলবে।’
ম্যাচ দুটির সম্ভাব্য ভেন্যু হিসেবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম হতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়