Saturday, July 27

কানাইঘাট লোভাছড়া চা বাগানে অস্ত্রসহ জনতার হাতে আটক ২

নিজস্ব প্রতিবেদক:  
কানাইঘাট লোভাছড়া চা-বাগানের রয়েল টি ঘাটে সন্দেহভাজন ২ ব্যক্তিকে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ আটক করা হয়েছে।
শনিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ইউপি সদস্য তমিজ উদ্দিনসহ আরো কয়েকজন বাগানের রয়েল টি ঘাটে ৫/৬জন অপরিচিত ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরা ফেরার করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে তমিজ উদ্দিন মেম্বারসহ অন্যান্যরা।
 সময় ৪ জন পালিয়ে গেলেও দেশীয় তৈরি পাইপগান, ধারালো চাকু-ছুরাসহ বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ ২ জনকে আটক করে রেখে পুলিশে খবর দেন। এ খবর পাওয়া পর্যন্ত তাদের ব্যবহৃত একটি নৌকায় তল্লাশী চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্রগুলো উদ্ধার করা হচ্ছে।
খবর পেয়ে কানাইঘাট থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন ওসি।

কানাইঘাট নিউজ ডটকম/২৭ জুলাই ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়