চোখের সামনে মেয়েকে বড় হতে দেখার সৌভাগ্য
হয়নি। মেয়ে এবার বসছে বিয়ের পীঁড়িতে। সেই বিয়ে উপলক্ষ্যেই জেলে থেকে
প্যারোলে মুক্তি পেল রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সাজাপাপ্ত আসামি নলিনী
শ্রীহরন।
৫ জুলাই নলিনীর ১ মাসের জামিন মঞ্জুর করে
মাদ্রাজ হাইকোর্ট। বৃহস্পতিবার ভেলোর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেল
নলিনী। তবে প্যারোলে মুক্তির জন্য শর্ত বেঁধে দিয়েছেন আদালত। এই এক মাসে
নলিনী কোনো রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করতে পারবে না, সংবাদমাধ্যমে কোনো
সাক্ষাতকার দিতে পারবে না এমনকি সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দিতে পারবে
না।
নলিনীই হলো ভারতের একমাত্র মহিলা কয়েদি যে
টানা ২৮ বছর জেলে রয়েছেন। এই প্রথম জেলের বাইরে পা রাখতে পারলেন তিনি। এই
তিরিশ দিন তাকে ভেলোরেই থাকতে হবে। তবে তার মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে
ভেলোর থেকে ১৪০ কিলোমিটার দূরে চেন্নাইয়ে। ভেলোরে তার সঙ্গে থাকবে তার
মেয়ে হরিথা শ্রীহরন, মা পদ্মাবতী ও বোন কল্যাণী। চেন্নাইয়ের রেয়াপেথায় তার
বাড়িতে যাওয়ার অনুমতি নলিনীকে দেয়নি আদালত।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়