Sunday, July 14

ইনি পুরুষ হয়েও শাড়ি পরেন!

মজার খবর ডেস্ক ::

অনেক রূপান্তরকামী শাড়ি পরেন। আবার অভিনয়ের প্রয়োজনেও কখনো কখনো শাড়ি পরেন পুরুষ। তবে, কোনো পুরুষ যদি ভালোবেসে শাড়ি পরে! তা কেমন কথা? 

নাম তার হিমাংশু বর্মা। তিনি অভিনেতা বা রূপান্তরকামীও নন। তার মতে, মেয়েলি নয়, বরং শাড়ি পূর্ণমাত্রায় পুরুষদের পোশাক। তাই গত এক দশকেরও বেশি সময় ধরে শাড়িই পরেন ভারতের এই ‘শাড়ি ম্যান।’
হিমাংশু বলেন, শাড়িতে বিন্দুমাত্র পুরুষত্ব খাটো হয় না। আর তা হলে অতীতের কোনো ভারতীয় পুরুষ ছিলেন না। কারণ সে সময় মূল্যবান শাড়িই ছিল অভিজাত পুরুষের অঙ্গাবরণ। রাজবংশীয়রা বেনারসী থেকে শুরু করে মসলিন শাড়িকেই ধুতির মতো করেই পরতেন।
হিমাংশুর শাড়ি পরার শুরু ২০০৬ সালে। মায়ের থেকে নিয়ে প্রথমবার পরেছিলেন। এরপর শাড়ির প্রেমে মজে যান তিনি। আবার শাড়ি নিয়ে পড়াশোনাও করেছেন। হিমাংশু জেনেছেন, ভারতের বিভিন্ন প্রদেশের শাড়ির রকমফের। 
এক গবেষণায় তিনি দেখিয়েছেন, আদি থেকে মধ্যযুগ পর্যন্ত শাড়িকেই বিভিন্ন কায়দায় নারী-পুরুষ নির্বিশেষে অঙ্গে জড়িয়েছেন ভারতবাসী।
তবে হিমাংশুর এই শাড়ি পরার পথ মোটেও মসৃণ ছিল না। বিদ্রূপ ও বিরুদ্ধমত সত্ত্বেও আরো আপন করে নিয়েছেন শাড়িকেই। আলমারিতে আছে একশর কাছাকাছি শাড়ি। যেখানেই বেড়াতে যান, কিনে ফেলেন পছন্দের শাড়ি।
বিভিন্ন কায়দায় শাড়ি পরেন হিমাংশু। সবচেয়ে ভালবাসেন গুজরাতি ঢংয়ে শাড়ি পরতে। দৈনন্দিন কাজের জন্য পছন্দ শাড়ি পরার ‘ঠাকুরবাড়ি স্টাইল’ বা দক্ষিণী কেতা।
সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়