নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার
(২৫ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ
শুরু হয়। ২০০৮ সালের পর খুলনায় এই বিভাগীয় সমাবেশের আয়োজন করে বিএনপি।
সমাবেশকে
কেন্দ্র করে দুপুর ২টার পর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে
শুরু করেন। কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন।
নেতাকর্মীদের
মুখে মুখে এক আওয়াজ- মা খালেদা জিয়ার মুক্তি চাই, বেগম জিয়া জেলে কেন-
জবাব চাই দিতে হবে। বিভিন্ন এলাকার ব্যানার নিয়ে নেতাকর্মীদের স্রোত। বুকে
খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছবি সম্বলিত ব্যাচ। খালেদা জিয়ার
মুক্তি চেয়ে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে সমাবেশে যোগ দেন
নেতাকর্মীরা।
সমাবেশকে ঘিরে পুলিশের উপস্থিতি ব্যাপক। সমাবেশ স্থলে জায়গা না পেয়ে আশপাশের সড়কে ভিড় করেছেন অনেক কর্মী-সমর্থক ও উৎসুক জনতা।
সৌজন্য: বিডি লাইভ
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়