গুজব ছড়ানোর কারণে এরই মধ্যে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা
বলেছি। তাদের অনেকের রাজনৈতিক পরিচয় জানা গেছে। তবে এটিকে সূত্র ধরে যে
কাজগুলো হচ্ছে, তা কখনও হওয়া উচিত নয়। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ
থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।
গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয় থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে সমগ্র বাংলাদেশে
ছেলেধরা গুজব ছড়িয়ে অনেক নিরীহ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।
এগুলো সবই হত্যাকাণ্ড। যারা এই কাজগুলো করছে, তারা সবাই হত্যাকাণ্ডের সঙ্গে
জড়িত।
মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে শিশুবলি দিতে
হবে বলে গুজব ছড়ানো হয়েছে। সেটির পরিপ্রেক্ষিতেই কিছু ডালপালা ছড়িয়ে এই
হত্যাকাণ্ড হয়। এছাড়া ছেলেধরা বলে অনেকের ওপর হামলা করা হয়েছে। যা অত্যন্ত
অনভিপ্রেত, ন্যক্কারজনক ও আইন বহির্তভূত।
যারা পদ্মা সেতু চায় না তারাই পদ্মা সেতুতে শিশুবলি দিতে হবে বলে গুজব ছড়িয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
গণপিটুনির ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের পরিচয়
জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি যেহেতু তদন্তাধীন, সেহেতু এ বিষয়টি এখন বলতে
চাই না। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাংবাদিকদের ওয়েজবোর্ডের বিষয়ে এক প্রশ্নের
জবাবে মন্ত্রী বলেন, আগামীকাল ওয়েজবোর্ডের সভা হবে। এছাড়া মন্ত্রিসভা
কমিটির সভাও হবে। সেই সভায় বিষয়টি চূড়ান্ত হবে।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়