নিউজ ডেস্ক:
বড় আশা নিয়ে চা বাগানে ঘুরতে এসেছিল প্রেমিক যুগল। কিন্তু স্থানীয় জনতার
রোষানলে পড়ে পণ্ড হলো তাদের ভ্রমণের ইচ্ছা। শেষমেষ এমন এক অবস্থা যে
পালাতে পারলে হয়! কিন্তু তারও উপায় ছিলনা। সর্বশেষ ‘ছেলেধরা’ সন্দেহে আটক
প্রেমিক-প্রেমিকাকে স্থানীদের হাত থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনা ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জে।
পুলিশ
সূত্রে জানা যায়, উপজেলার পাত্রখোলা চা বাগানে ঘুরতে আসেন সিলেটের
ওসমানীনগর থানার হাবিবুর রহমান (২২) এবং তার প্রেমিকা (১৭)। এ সময়
স্থানীয়রা তাদের ছেলেধরা সন্দেহে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার
করে। এ সময় তাদেরকে বহনকারী সিএনিজি চালককেও পুলিশে দেয়া হয়।
এ
বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান
ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, তারা সেখানে ঘুরতে এসেছিল। তাদের মধ্যে
সম্পর্ক রয়েছে। আমরা তাদের থানায় নিরাপদ হেফাজতে রেখেছি। একটু পরে ছেড়ে
দেয়া হবে। সময়মতো পুলিশ না গেলে খারাপ কিছু হতে পারত। ছেলেধরা একটি মিথ্যা
গুজব। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সৌজন্য: বিডি লাইভ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়